• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজ নিহত 

বরগুনা প্রতিনিধি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২৪, ০৮:৩৪
বরগুনার আমতলীতে বজ্রপাতে হাফেজ নিহত 
ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে বজ্রপাতে হাফেজ আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) রাত পৌনে ৮টার সময় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।

আব্দুল্লাহ ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, আব্দুল্লাহ মাছ ধরার জন্য সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের বিলে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহত আব্দুল্লাহর শিক্ষক এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মো. ফয়জুল্লাহ জানান, হাফেজ আব্দুল্লাহ তার মাদরাসা থেকেই চলতি বছরের জানুয়ারি মাসে কোরআনে হাফেজ হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
পাইকগাছায় বজ্রপাতে নিহত ১
মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের