বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০৪:৩১ পিএম


বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে আবদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক পদে জামিল হোসেন চলন্ত নির্বাচিত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ৩১তম বার্ষিক সাধারণ অধিবেশনে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আবদুল আজিজ, সহসভাপতি শাহিনুর রেজা শাহিন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ হোসেন রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট, কাস্টমস ও বন্দরবিষয়ক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ আহসান কবির শাহিন, ক্রীড়া সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সমাজসেবা সম্পাদক একরামুল মল্লিক রানা, প্রচার সম্পাদক এনামুল হক খান, তথ্য সম্পাদক মমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক হোসনে আরা ফেন্সি, মহিলা সম্পাদিকা আখতার জাহান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান বাবুল। এ ছাড়া কার্যকরী সদস্যরা হলেন, হারুনউর রশিদ, শ্রী কমলেশ চক্রবর্তী, আবু তোরাব, হাফিজুর রহমান, মানিক মিয়া, আবদুল মান্নান, আলমগীর হোসেন, জাকির হোসেন ও সারোয়ার হোসেন।

বিজ্ঞাপন

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। আমাদের এই কমিটি বন্দরে ব্যবসায় গতি ফেরাতে কাজ করবে আগামীতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission