আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, মালিকসহ আটক ৪

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ০৯:০২ পিএম


আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, মালিকসহ আটক ৪
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চারজনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মে) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

আটকৃতরা হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত রেয়াছত আলী ভূইয়ার ছেলে ওই হোটেলের মালিক মো. জসিম উদ্দিন ভূইয়া (৪৩), পৌরসভার মসজিদপাড়ার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া কালু মিয়ার মেয়ে ও ইব্রাহিমের স্ত্রী রুমা আক্তার (২৫), সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে অনন্যা আক্তার (২৭) এবং কিশোরগঞ্জ সদরের চিকনিরচর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. রঞ্জিত মিয়া (৩৫)।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সড়ক বাজারের ‘ভূইয়া রেস্ট হাউজ’ থেকে তাদের আটক করা হয়। 

এ বিষয়ে ওসি নূরে আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগেও গত ২৬ এপ্রিল অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেলের মালিক, খদ্দের ও যৌনকর্মীসহ ৭ জনকে আটক করেছিল থানা পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission