• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুষ্টিয়ায় মহাপ্রভুর ভোগ মহোৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ১৭:৩০
কুষ্টিয়ায় মহাপ্রভুর ভোগ মহোৎসব অনুষ্ঠিত
ছবি : আরটিভি

কুষ্টিয়ায় ১১৩ বছরের পুরনো ঐহিত্যবাহী চৌড়হাস সর্বজনীন কালি মন্দিরে মহাপ্রভুর ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখা ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় দুই দিনব্যাপী মহাপ্রভুর এই ভোগ মহোৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসে সনাতন ধর্মাবলম্বীদের একাংশ।

প্রতি বছরের ন্যায় এ বছরও মহাপ্রভুর ভোগ মহোৎসবের প্রথম দিন শনিবার রামায়ণ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়। পরে উৎসব ও ভোগ আরতির পর ভক্তদের মাঝে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়।

এ বিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ কুমার পাল (দেবাশিষ) বলেন, বাংলা ১৩১৮ সালে স্থাপিত এই মন্দিরে মানুষের মনোবাসনা পূরণ হয়। সৃষ্টির আদি থেকে করুণাময় ভগবান জড় বন্ধনে আবদ্ধ জীবকে তার অমৃতময় বাণী দিয়ে মুক্তির পথ দেখিয়ে আসছেন।

আশুতোষ কুমার পাল আরও বলেন, অথচ তার দেওয়া সেই উপদেশ ভুলে গিয়ে আমরা বিপথগামী হচ্ছি। তাই জীবের শান্তিকল্পে প্রতিবছরের ন্যায় এবছরও ভোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার