• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

আষাঢ় মাসজুড়ে ২ লাখ গাছ লাগানো হবে পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ২৩:৩১
আষাঢ় মাসজুড়ে ২ লাখ গাছ লাগানো হবে পঞ্চগড়ে
ছবি : আরটিভি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে জীববৈচিত্রকে রক্ষা, উত্তরাঞ্চলে মরুময়তা রোধ, সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটনে মানুষকে আকৃষ্ট করতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে জেলা প্রশাসন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

এ সময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, শনিবার (১৫ জুন) ১লা আষাঢ় থেকে পুরো মাসজুড়ে পঞ্চগড়ের সদর, তেতুঁলিয়া ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন সড়ক, ১৬৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৪টি সরকারি অফিস চত্বর, আশ্রয়ণ প্রকল্প ও বহমান নদীর ধারাসহ ফাঁকা জায়গাগুলোতে ৬৬ প্রজাতির ঔষধি, ফলজ, বনজসহ দুই লাখ বৃক্ষরোপণ করা হবে। এ ছাড়া সৌন্দর্য ছড়ানো সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে। গাছ বাঁচলে প্রাণ বাঁচবে।

পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকূলকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানো ও পরিচর্যা করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি কয়েকটি এনজিও ২২ হাজার বৃক্ষরোপণ করবে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গাছের পরিচর্যায় সুবিধাভোগী নিয়োগ, গাছের চারপাশে বেড়া দেওয়া ও গাছে বাঁশের খুঁটি দেওয়া হবে।

এ সময় গাছে প্রয়োজনীয় পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করার কথাও জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলডিসি দেশগুলোর জন্য বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে ৩০ দিনের আল্টিমেটাম
পঞ্চগড়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যের বাজারে সবজি বিক্রি 
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে