মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে জামিউল ইসলাম (১৯) এবং ফিরোজ মিয়ার ছেলে ইমরান হোসেন (২৫)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, বিকেলে মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রাম থেকে মোটরসাইকেলে একটি রেস্টুরেন্টে যাওয়ার সময় বালুয়াকান্দি এলাকায় মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।