• ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
logo

সুনামগঞ্জে বন্যার পানিতে ভেসে গেছে ২ হাজার পুকুরের মাছ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২৪, ২২:৩৪
ছবি : আরটিভি

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে ভেসে গেছে সুনামগঞ্জের ২ হাজার পুকুরের মাছ।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আকস্মিক বন্যায় জেলার সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভপুর ও তাহিরপুরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের ছোটবড় ২ হাজার পুকুর তলিয়ে যায়। এতে প্রায় ২৫০ মেট্রিক টন মাছ ও মাছের পোনা ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষিরা। যার আর্থিক মূল্য ৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার সহস্রাধিক মাঝারি ও ক্ষুদ্র পর্যায়ের মৎস্য চাষিরা। অনেকেই উপার্জনের মাধ্যম হারিয়ে বিপাকে করেছেন। ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা প্রত্যাশা করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

এদিকে বন্যায় মৎস্য চাষির তালিকা করে পুনর্বাসনের আওতায় আনতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম।


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে শতাধিক আহত
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে
বন্যার পানিতে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
ডিভোর্স দেওয়া স্ত্রীকে ছুরিকাঘাতে খুন