• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘আমার কিছুই রইল না, সব হারিয়ে আমি অসহায়’

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ২৩:৫০
বরগুনার আমতলীতে মাইক্রোবাস খালে, নিহত ৯
ছবি সংগৃহীত

স্ত্রী দুই মেয়েকে হারিয়ে পাগল প্রায় আবুল কালাম আজাদ

বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে কনেযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে জন নিহত হয়েছেননিহতদের মধ্যে আবুল কালাম আজাদের স্ত্রী দুই মেয়ে রয়েছেন

তারা হলেন- শাহনাজ আক্তার রুবি বেগম (৩৫) এবং তার দুই মেয়ে রুকাইয়াত ইসলাম () তাহিয়া মেহজাবিন আজাদ ()

আবুল কালাম আজাদ বিলাপ করে বলেন, আমার কিছুই রইল না আমার দুই মেয়ে স্ত্রী মারা গেছে সব হারিয়ে আমি এখন অসহায় বলেই অঝরে কাঁদছিলেন তিনি কিন্তু শন্তনা দেওয়ার ভাষা নেই কারো কে থামাবে আজাদের এই কান্না

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ব্রিজ ভেঙে মাইক্রোবাস নদীতে ডুবে গিয়ে বিয়ের কনে পক্ষের জন মারা গেছেন নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে

আমতলী ফায়ার সার্ভিসের ওয়ার ইনচার্জ মো. হানিফ বলেন, চার ঘণ্টা চেষ্টা চালিয়ে মাইক্রোবাস উদ্ধার করতে পারিনি উদ্ধার চেষ্টা অব্যাহত আছে

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ব্রিজ ভেঙে নিহত জনই হাসপাতালে আনার আগেই মারা গেছেন

মাইক্রোবাসে থাকা সোহেল মিয়া বলেন, মাইক্রোবাসে কনেপক্ষের ১৬ জন যাত্রী বরের বাড়িতে যাচ্ছিলাম হলদিয়া হাট ব্রিজে উঠামাত্রই ব্রিজ মাঝখান দিয়ে ভেঙে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায় জন সাঁতরে কিনারে উঠতে পেরেছি পরে

ফায়ার সার্ভিস পুলিশ জনের লাশ উদ্ধার করেছে

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন নাশির উদ্দিন বলেন, মাইক্রোবাস অটোগাড়িটি ব্রিজের মাঝখানে আসা মাত্রই ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় তাৎক্ষণিক স্থানীয়দের নিয়ে উদ্ধারের চেষ্টা চালাই পরে ফায়ার সার্ভিস পুলিশ এসে উদ্ধার কাজে অংশ নেয়

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ
সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রাক্তন স্বামী নিহত
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ২
লরি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২