মন্দিরের প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, ৭০ জন হাসপাতালে
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে মন্দিরের প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কাব্য দত্ত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের নাতি এবং চুকনগর উপজেলার শৈলগাতি এলাকার উত্তম দত্তের ছেলে।
এ ঘটনায় নারী শিশুসহ অন্তত ৭০ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বানিয়ারজাঙ্গাল বাসন্তী পূজামন্দিরে প্রতি বছরের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ‘হরি নাম সংকীর্তন’ এর আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ জুন শনিবার রাতে ‘হরি নাম সংকীর্তন’ শেষে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে খিচুড়ি প্রদান করেন মন্দির কর্তৃপক্ষ। ওই প্রসাদ খেয়ে পরদিন ৭০ থেকে ৭৫ জন বমি ও ডায়েরিয়ায় আক্রান্ত হন। আক্রান্তরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা আদ-দ্বীন হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন। এর মধ্যে নানার বাড়িতে এসে প্রসাদ খেয়ে অসুস্থ হওয়া শিশু কাব্য দত্তকে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার সময় গতরাতে তার মৃত্যু হয়। নিহত শিশুর মরদেহ চুকনগরের শৈলগাতিতে বাবার বাড়িতে নেওয়া হয়েছে।
এ সময় খিচুড়ি খাওয়ার পর কেন এত মানুষ অসুস্থ হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
মন্তব্য করুন