হিলিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ০৪:৫৭ পিএম


হিলিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি : আরটিভি

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) সকাল ১০টায় হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। 

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

এরপর দলীয় কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর উর রশিদ হারুন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, আব্দুল লতিফ, আশরাফুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, বোয়ালদাড় ইউনিয়ন আ.লীগের সভাপতি সদরুল ইসলাম, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলামসহ অনেকেই। শেষে দলীয় সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission