রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৮ জুলাই) দুপুর ২টায় উপজেলার বালিয়াকান্দি-পাংশা আঞ্চলিক সড়কের ঘিকমলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
নিহতরা হলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের জলিল মণ্ডলের ছেলে ভ্যানচালক হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)।
স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে নারুয়া যাচ্ছিলেন হাসেম মণ্ডল। তারা ঘিকমলা বাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাসেম মণ্ডল ও তার মেয়ে হালিমা বেগম মার যান। এ সময় অটোরিকশায় থাকা হাসেমের স্ত্রী আহত হয়েছেন।
পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি মো. আলমগীর হোসেন বলেন, পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।