বগুড়ায় গানে গানে নিহতদের স্মরণ করল শিক্ষার্থীরা 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ , ১১:১৪ পিএম


বগুড়ায় গানে গানে নিহতদের স্মরণ করল শিক্ষার্থীরা 
ছবি : সংগৃহীত

বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্য দিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের উপশহর এলাকায় স্কুলটির অর্ধশত শিক্ষার্থী জড়ো হন। 

এই সময় তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। পরে তারা প্রতিষ্ঠানটির সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন ও বিদ্রোহী সংগীতসহ জাতীয় সংগীত পরিবেশন করে। 

বিজ্ঞাপন

এ সময় অনেকের হাতে প্ল্যাকার্ড, রং–তুলি, পোস্টার পেপার দেখা যায়। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কোনো বাধা দেননি। 

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করেছেন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission