• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাপের কামড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ১০:২৯
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে সাপের কামড়ে কিরণ হোসেন (১১) নামের এক শিশু মৃত্যুবরণ করে। নিহত কিরণ কাজিপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কিরণ হোসেন কাজিপুর গ্রামের বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কিরণের পায়ে সাপ কামড় দিলে তার ঘুম ভেঙে যায়। বিষয়টি তার বাবা-মাকে জানালেও তারা সাপ দেখতে না পারায় বিষয়টি এড়িয়ে যায়। কোনো সমস্যা হবে না এমন আশা দিয়ে কিরণকে ঘুমিয়ে পড়তে বলেন তারা। ‌তবে রাত সাড়ে ১১টার দিকে কিরণের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার বাবা-মায়ের নজরে আসে। রাতেই তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে হাসপাতালের চিকিৎসকরা কিরণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল আল মারুফ। ‌

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের 
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
এক সপ্তাহে ডেঙ্গুতে গেল ৩৯ প্রাণ
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪