ফেনীতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ , ১০:২৭ পিএম


ফেনীতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯
ছবি: সংগৃহীত

ফেনীতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। এরমধ্যে ১৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার।

জেলা প্রশাসন সূত্র জানায়, এখন পর্যন্ত ২৯ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ফুলগাজীতে সাতজন, ফেনী সদরে আটজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন, দাগনভূঞায় তিনজন ও পরশুরামে দুজন। এরমধ্যে ১৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, সাধারণত মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ মরদেহগুলো উদ্ধার করে। এরমধ্যে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আটটি এখনও শনাক্ত করা হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission