চাঁদপুরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ , ০৮:৪৫ এএম


চাঁদপুরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি : আরটিভি

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশাচালক খবির ও সাবেক ইউপি সদস্য লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর থানা রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।
 
মানববন্ধনে বক্তব্য দেন, সমাজ সেবক আহসান হাবীব নান্টু, রবিউল্লাহ মিয়াজি, মহসিন দেওয়ান, এম ইলিয়াস আলী, গাজী আল আমিন, বিল্লাহ হোসেন বাবু, ফেরদৌসি বেগম ও নিহত খবিরের স্ত্রী মাসুদা বেগম।

বক্তারা বলেন, খবির উদ্দিন প্রধান অটোরিকশা চালিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তাকে হত্যা করে স্ত্রীকে করছে বিধবা আর সন্তানদের করেছে পিতৃহারা। যারা এই কাজ করেছে তারা মানুষ নামের পশু। তারা আরও বলেন, গত দুই বছর আগে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুকেও হত্যা করেছে। আমরা মনে করি এই দুই হত্যাকাণ্ড একই সুতায় গাঁথা। তার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়ে আসছে। তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন বলেন, আমরা ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission