• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

বাঙালি নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭
বাঙালি নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী রাকিব মিয়ার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের নেতৃত্বে রাজশাহীর ডুবুরিদল মরদেহ উদ্ধার করেছে।

রাকিব মিয়া সোনাতলা উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর ইউনিয়নের শিহিপুর গ্রামের টুল্লু মিয়ার ছেলে।

তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামের বুদের ভিটা এলাকায় গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঙালি নদীতে গোসলে নামেন রাকিব মিয়া। এ সময় তার সঙ্গে ৪ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছিলেন। গোসলের সময় তারা বাঙালি নদী সাঁতারে এপার থেকে ওপারে পার হচ্ছিলেন। সাঁতারের একপর্যায়ে দুপুর ২টার দিকে রাকিব তলিয়ে যায়। পরে তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে রাকিবকে পানিতে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে কল করে।

পরে রাজশাহী ডুবুরিদল বুধবার দুপুরেই শিক্ষার্থী রাকিবকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। বৈরী আবহাওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে পরে তা স্থগিত রাখা হয়। মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বেলা ১১টার দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রাজশাহী ডুবুরি দল।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সুজন মিয়া বলেন, আমাদের কল পেয়ে রাজশাহী ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ শুরু করে। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বালুতে পুঁতে রাখা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার
শিয়াল ‘খুবলে খেয়েছে’ মিনহাজুলের মরদেহ