• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

শিয়াল ‘খুবলে খেয়েছে’ মিনহাজুলের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৯
নিখোঁজের দুদিন পর ধানখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে নিখোঁজের দুদিন পর মিনহাজুল শেখ (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, স্থানীয় মোক্তার শেখের মাল্টা বাগানে ঢুকে মাল্টা খাওয়ার অপরাধে মিনহাজুলকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিনহাজুল ওই গ্রামের আজাদ শেখের ছেলে।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওই গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মিনহাজুল।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

মিনহাজুলের মা খাদিজা বেগম বলেন, রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিনহাজুল খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে তার বন্ধু সুমনের কাছে বলে স্থানীয় মোক্তার শেখের মাল্টার বাগানে যায়। তখন থেকে সে নিখোঁজ ছিল। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। মাল্টা বাগানে খোঁজার জন্য মোক্তার শেখের কাছে বারবার বাগানের গেটের চাবি চাইলেও তারা দেয়নি। পরে এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) আমরা রাজবাড়ী সদর থানায় জিডি করি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মোক্তার শেখের মাল্টা বাগানের পাশে একটি ধানখেতে আমার ছেলের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, মোক্তার শেখের মাল্টা বাগানে ঢুকে ফল খাওয়ার কারণে সে আমার ছেলেকে বিদ্যুতের শক দিয়ে হত্যার পর জিব কেটে দিয়েছে। তার হাত-পা কেটে মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ধানখেতে ফেলে রেখেছে।

তবে স্থানীয়রা জানান, মোক্তার শেখ তার মাল্টা বাগানের চারপাশে জিআই তার দিয়ে ঘিরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। হয়তো মাল্টা বাগানে ঢোকার সময় মিনহাজুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে বাগানের মালিক লাশটি গুম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধানখেতে ফেলে রাখে। তার হাত-পায়ের কিছু অংশ হয়তো শিয়ালে খেয়েছে।

এ দিকে মিনহাজুলের মরদেহ পাওয়ার পর থেকেই এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন মাল্টা বাগানের মালিক মোক্তার শেখ।

তার ভাই সরোয়ার শেখ বলেন, আমার ভাই বাড়িতে নেই। মাল্টা বাগানের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সেখানে কি ঘটেছে আমি তা বলতে পারছি না। তবে ছেলেটির মর্মান্তিক মৃত্যুতে আমি শোকাহত।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীর সাবেক পৌর মেয়রের জামিন নামঞ্জুর
বালুতে পুঁতে রাখা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার