• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদিসহ (২৮) ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ও রাত ১০ টার দিকে র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে রুহুল আমিন আফ্রিদি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। তারা দুজনই সরকার পাড়া এলাকার৷ আফ্রিদিকে র‍্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওই তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ‘ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ভারতে পালানোর সময় নওগাঁয় আটক
সাদ্দাম, জয়, লেখক ও রাব্বানীসহ ছাত্রলীগের ৬৬ নেতাকর্মীর নামে মামলা
শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব গ্রেপ্তার
ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন