বরফ তোলাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৫:৩১ পিএম


বরফ তোলাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরের আশাখালি মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন মাটির পরশ আইস পাম্প নামের একটি বরফ মিল থেকে সিরিয়াল অনুযায়ী বরফ তুলছিল জেলেরা। এ সময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের মৎস্য ব্যবয়াসীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিল। তবে সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূঁইয়া নামের এক মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করেন জেলেরা। এ ঘটনা নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হন।

বিজ্ঞাপন

মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, ‘দুগ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission