শরীয়তপুরের ভেদরগঞ্জে রাশেল সরদার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রাম এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলা।
তিনি বলেন, পাপরাইল এলাকার মো. সাজাহান সরদারের ছেলে রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বলেন, মরদেহ উদ্ধারের পরে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমকে