ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ অক্টোবর ২০২৪ , ০৩:৪৭ পিএম


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
ছবি : আরটিভি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর নামক স্থানে এক্সপ্রেসওয়েতে ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

এতে দুর্ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ইমদাদ হোসেন মারা যায়। ড্রাইভার ইমদাদ হোসেনের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগরে ভাঙ্গামুখী লেন যাত্রী ছাউনির পাশে পরিবহন স্টপেজের নির্ধারিত জায়গায় আরএফএল কোম্পানির দুটি কাভার্ডভ্যান পার্কিং করে ২ গাড়ির চালক পাশের দোকানে চা খেতে যায়। চাবিরতি শেষে একজন চালক ট্রাকে উঠেন। আরেকজন চালক উঠবে ঠিক এই মুহূর্তেই পেছন থেকে অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস নামের বাসটিকে ওভারটেক করতে যায়। এ সময় জাহিদ এন্টারপ্রাইজ নামের আরেকটি বাস পেছন থেকে নড়াইল পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। ফলে মুহূর্তের মধ্যেই নড়াইল এক্সপ্রেস বাসটি ঘুরে গিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আর জাহিদ পরিবহনের বাসটি লাইনচ্যুত হয়ে আইল্যান্ডের ওপরে উঠে যায়। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান এবং উভয় বাসের কমপক্ষে আরও ১০ জন আহত হন।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, ঘটনায় কিছু সময়ের জন্য ভাঙ্গামুখী লেনে যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission