আ.লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে: খোকন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ , ০৭:১২ পিএম


আ.লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে: খোকন
ছবি : আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। এ জন্যই দেশে তারা বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পাইকারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, তারা দিবাস্বপ্নই দেখতে পারবে। শেখ হাসিনা নাকি আবার দেশে এসে ক্ষমতায় আসবে। এখনও নাকি তিনি পদত্যাগ করেনি। তারা বলছে শেখ হাসিনা পদত্যাগ করেনি, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন তার আবার পদত্যাগ দালিলিক প্রমাণ কিসের?

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা অন্তর্বর্তীর সরকারের কাঁধে ১৮ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। এ ঋণের কারণে আজকে এ দেশে যে শিশুটি জন্মগ্রহণ করছে মাথাপিছু হারে সেও ২ লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম গ্রহণ করছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, এ অন্তর্বর্তীর সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, পুনরায় কোন স্বৈরচার যেন সুযোগ না পায় সেটি খেয়াল রাখতে হবে।

পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহসভাপতি আবদুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission