• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৭:৫৯
সেনাবাহিনী
ছবি: আরটিভি

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্র ও মদসহ ইউনিয়ন পরিষদের সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ১৮টি বড় ছুরি, তিনটি ছোট ছুরি, একটি হকিস্টিক, ১৪টি কাঁচি, নয়টি দা’, পাঁচটি রামদা’, দুটি চাপাতি, একটি কুড়াল ও পাঁচটি ঢাল এবং তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- হামিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিষ্ণুপুর গ্রামের লুবছির বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২) ও তার বড় ভাই কিছলু বিশ্বাস (৩৬), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (৩০), জিলমান শেখের ছেলে শোয়াইব শেখ (৩২), মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২২) এবং মাধবপাশা গ্রামের শাহাদাত সর্দারের ছেলে আরিফুল ইসলাম (৩৮)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, আটক ছয়জনকে বুধবার বিকেলে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির হাফিজ উদ্দিন
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত ১
ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত