ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পিয়াস দাস (৩৪) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম।
এর আগে দুপুরের দিকে পিয়াসের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় তাকে আটক করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। পরে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পিয়াস শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে। তিনি সদর ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন। এ সময় শ্রীমঙ্গল থানার ওসির রিকুইজিশন মূলে তাকে আটক করা হয়। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়, যে মামলায় তিনি ১নং আসামি।
আরটিভি/এফএ