গোপালগঞ্জে রেস্তোরাঁয় মিলল এক ব্যক্তির মরদেহ

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১০:৫৩ পিএম


গোপালগঞ্জে রেস্তোরাঁয় মিলল এক ব্যক্তির মরদেহ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ শহরসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পিঠা গার্ডেন নামে একটি রেস্তোরাঁ থেকে ফেরদাউস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের পর খবর পেয়ে থানার পুলিশ পিঠা গার্ডেনে গিয়ে সেখানকার একটি কক্ষের বিছানায় পড়ে থাকা ওই মরদেহ উদ্ধার করে এবং সেখানকার রেজিস্ট্রার থেকে তার পরিচয় নিশ্চিত হয়। পরে তার স্বজনদেরকে খবর দিয়ে এনে তাদের উপস্থিতিতে মরদেহ সেখান থেকে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

বিজ্ঞাপন

সূত্রে আরও জানা যায়, মরদেহ উদ্ধারকালে ওই কক্ষ থেকে কিছু যৌনউত্তেজক ট্যাবলেট, কনডম ও লুব্রিকেন্ট উদ্ধার করা হয়েছে।  

পিঠা গার্ডেনের রেজিস্ট্রার ও সিসি ফুটেজ সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ফেরদাউস শেখ একটি বোরকা পরিহিতা নারীকে নিয়ে ওই রেস্টুরেন্টে প্রবেশ করে। ওই কক্ষে তারা সারারাত থাকার পর বুধবার দুপুর ১২টা পর্যন্ত তারা বের না হলে সেখানকার কর্মচারীরা কক্ষের দরজায় বার বার নক করার পরও যখন দরজা খোলেনি; তখন তারা দরজা খুলে ভেতরে ফেরদাউসকে মৃত পড়ে থাকতে দেখে পরে পুলিশে খবর দেয়। সিসি ফুটেজ সূত্রে আরও জানা যায়, বোরকাপরিহিতা ওই নারী বুধবার ভোরে সেখান থেকে বেরিয়ে যায়। 

গোপালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission