• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাফলংয়ে পাহাড়ের খাদে পর্যটকবাহী বাস, অতঃপর...

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪৯
জাফলংয়ে পাহাড়ের খাদে পর্যটকবাহী বাস, অতঃপর...
ছবি: সংগৃহীত

জাফলংয়ে লাল পাহাড়ের খাদে পর্যটকবাহী বাস পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রীর হাত ভাঙাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাটের জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট ভাতালিয়া এলাকার বড় বাড়ি থেকে একটি মিনিবাস নিয়ে পারিবারিক ভ্রমণের জন্য ২৩ জনের একটি দল জাফলং ঘুরতে যান। ঘুরতে যাওয়া ভ্রমণকারীদের নিয়ে দুপুর সাড়ে ১২টার সময় জাফলং বিজিবি সংলগ্ন এলাকায় পৌঁছলে গাড়িটি পার্কিং করতে গিয়ে ব্রেকফেল করে উঁচু পাহাড় থেকে আনুমানিক ১০ মিটার নিচে যাত্রীসহ লাল পাহাড়ের খাদে পড়ে যায়।

এ সময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনে হাত ভেঙে গেছে, একজন অজ্ঞান হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত কবি অরুণ চক্রবর্তী আর নেই
সিলেট-জাফলং মহাসড়কে ঝরল ৪ প্রাণ