• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১৩:১৪
ছবি: আরটিভি

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা করছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন।

তিনি বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, বেঁচে থাকলে শহিদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেব না।

অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ
ফাঁদে পা দেব না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না: সারজিস
চট্টগ্রামে আইনজীবী হত্যা, যা বললেন হাসনাত আবদুল্লাহ