• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

অবৈধভাবে দেশে ফেরার পথে বিজিবির হাতে আটক ৫

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮
ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে উজ্জল হোসেন (১৮), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে সালেক নুর (৩৯)।

জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে আসার পথে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৯/এমপি’র কাছে স্থানীদের সহায়তায় ৫ বাংলাদেশি যুবককে আটক করে বিজিবি। এ সময় দুইজনের কাছে বাংলাদেশি ও ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

আটককৃতরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। গত কয়েকদিন আগে কাজের উদ্দেশে তারা ভারতে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তামিম
মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না: জামায়াত আমির 
গীতিকবি সংঘ বাংলাদেশের নতুন কমিটি
ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআইপ্রধান করলেন ট্রাম্প