মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য। সকল ধর্ম বর্ণ জাতির মানুষ সমান অধিকার নিয়ে মর্যাদার সঙ্গে থাকতে পারবে। যুবকের হাত হবে কর্মীর হাত। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না।
রোববার (১ ডিসেম্বর) সকালে নড়াইলের মালিবাগ মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগ এ দেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতায় গিয়ে তারা আরও বড় বড় কথা বলেছে। কিন্তু তারা জনকল্যাণে কোনো কথা বাস্তবায়ন করেনি। কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার, তাই তারা করেছে। তারা এ দেশের টাকা লুটপাট করে বিদেশ পাঠিয়েছে। জনগণের স্বাধীনতা হরণ করেছে। অবশেষে তারা তাদের অপকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত সকলের জন্য দোয়া করে এবং নিজের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিনসহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন