লঞ্চের কেবিন থেকে পাসপোর্ট ও ডলার চুরি
বরিশাল নদীবন্দরে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের আটটি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লঞ্চযাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানান, পরিবারের সদস্যরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এ জন্য গতকাল রাতে বরিশাল থেকে ঢাকা যেতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন।
কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ডলারসহ অন্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা দিয়ে লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের জানালা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা খোয়া গেছে। লঞ্চ কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।
বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতক চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন