নড়াইলে ছিনতাই হওয়া আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার
কালিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হত্যা মামলার আসামি ছাব্বির শেখসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাব্বির শেখ কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন ছাব্বির শেখের ভাই নিষাণ শেখ (২১) এবং অন্যজন একই এলাকার জাহিদ মোল্যা (৫৫)। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিলো। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যান। পরে আসামি ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়। আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে আজ সকালে আসামি ছাব্বির ও তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করা দুজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, শনিবার পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ আরও দুজনকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। হাতকড়াটিও উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন