টাঙ্গাইলে বিএনপি-কৃষক শ্রমিক জনতা লীগের মধ্যে সংঘর্ষ
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য নিয়ে তোলপাড়। বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির একজন আহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে সখিপুর বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন স্তরের নেতারা পৌরশহরের বিভিন্ন স্থানে জমায়েত হতে থাকেন। একই দিন উভয় দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ থাকায় এ উত্তেজনার সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে হাসপাতাল গেইট এলাকা থেকে কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল তালতলা চত্বরের দিকে এগিয়ে আসে। একই সময়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ডাকবাংলাতে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে তালতলা চত্বরে অবস্থান করে। পরবর্তীতে মিছিল দুটি মুখোমুখি হলে মাঝখানে দেয়াল সৃষ্টি করে পুলিশের সদস্যরা।
একপর্যায়ে উভয় দলের মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেরিকেড ভাঙার চেষ্টা করলেই উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক পর্যায়ে পরিবেশ নিয়ন্ত্রণে এনে উভয়পক্ষকেই দুদিকে সরিয়ে দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত উপজেলা ছাত্রদলের সদস্য নাঈম শিকদার গুরুতর আহত হয়ে সখীপুর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।
গত শনিবার ৭ ডিসেম্বর টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়ে দেশত্যাগ করেছে। একই পথে বিএনপিও হাটছে।’
ওই বক্তব্যের প্রতিবাদে ওই দিন রাত ১০টার দিকে বিএনপির নেতারা একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুও কঠিন হুঁশিয়ার দিয়ে বক্তব্য রাখেন। উভয় দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে করতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন