• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
ছবি : আরটিভি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিডিআর ও ছাত্রজনতা হত্যার আসামি শেখ হাসিনা। আইন অনুযায়ী তার বিচার হবে। আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধভাবেই আমরা তা মোকাবিলা করব।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ায় দলীয় একটি সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে।

কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল ইউনিট সমূহের কাউন্সিল নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদী আহম্মেদ রুমী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাক উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

এ সময় কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতবিনিময় সভায় অংশ নেয়।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার
কুষ্টিয়া সীমান্ত থেকে অস্ত্রসহ যুবক আটক
ড্রেনে পড়ে ছিল লুট হওয়া অস্ত্র, উদ্ধার করলেন ক্লিনার
কুষ্টিয়ায় সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুয়া মেজর আটক