• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮
ছবি : আরটিভি

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এই পদক্ষেপের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ নৌরুটে ফেরিতে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। যত রাত বাড়তে থাকে, কুয়াশার ঘনত্বও তত বাড়তে থাকে। এক পর্যায়ে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায় এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

যার ফলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
কয়েক ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক