• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় মাওনা-কালিয়াকৈর সড়কের কাওরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে ঠিকাদার শফিকুল ইসলাম (৪৫) এবং জামালপুর সদর উপজেলার বৌঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে নির্মাণশ্রমিক আব্দুল জলিল (৩৯)। তারা গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আটক ট্রাক চালক সেলিম মিয়া শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় মাদরাসার কাজ পরিদর্শনে যাচ্ছিল। মাওনা থেকে কালিয়াকৈরগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিচে চলে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।


আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩