ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মীর মশাররফ হোসেন মিউজিয়াম থেকে সিন্দুক চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮ , ০৪:৩৫ পিএম


loading/img

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে তলোয়ার চুরির পর এবার লাহেনীপাড়ায় কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন মিউজিয়ামের ভেতর থেকে টাকার সিন্দুক চুরি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে মিউজিয়ামের তালা ভাঙা দেখে বিষয়টি টের পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রোববার ভোর রাতের দিকে এ চুরির ঘটনা ঘটেছে। 

মিউজিয়ামের দায়িত্বরত কেয়ারটেকার মীর মাহাবুব উল আরিফ আরটিভি অনলাইনকে জানান, রাতের কোনো এক সময় মীর মশাররফ হোসেন মিউজিয়ামের ভেতর থেকে অনেক পুরাতন একটি সিন্দুক চুরি হয়ে গেছে।

বিজ্ঞাপন

সিন্দুকটিতে দর্শনার্থীরা এসে টাকা অনুদান দিত। জেলা পরিষদ এক বছর পর পর সিন্দুকটি খোলে। আজ দুপুরে স্থানীয়রা মিউজিয়ামের দরজার তালা ভাঙা দেখে কেয়ারটেকারকে খবর দেয়।

খবর পেয়ে কেয়ারটেকার এসে দেখেন মিউজিয়ামের ভেতর সিন্দুকটি নেই।

তিনি আরো জানান, সিন্দুকটিতে লাখ টাকার মতো ছিল।

বিজ্ঞাপন

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, রোববার রাতের কোনো একসময় সিন্দুকটি মিউজিয়ামের ভেতর থেকে চুরি হয়ে গেছে। সকালে বিষয়টি জানতে পেরে কুমারখালী থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেলো বছর রবীন্দ্র কুঠিবাড়ী থেকে দুটি তলোয়ার চুরি হয়েছিল।

জেবি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |