সাদপন্থী নেতা শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০৫:১১ পিএম


মো. শফিউল্লাহ
ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাদপন্থী নেতা মো. শফিউল্লাহকে (৪৬) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশি নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তাকে তোলা হয়।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাতে শরীয়তপুরের পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মো. শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের (তালুকদার বাড়ি) বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দায়ের করা হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে ১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অনুসারীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে জুবায়েরপন্থী তিনজন নিহত হন। এই সংঘর্ষের জেরে ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় জোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, শফিউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আটক করার পর রোববার আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission