বসতবাড়ির রান্নাঘরে ফেনসিডিল, গৃহবধূ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ০৪:০২ পিএম


বসতবাড়ির রান্নাঘরে ফেনসিডিল, গৃহবধূ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া মহল্লায় রোববার (৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাহিমা ওই মহল্লার মো. ওবায়দুর সরদারের স্ত্রী।

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে রোববার রাতে অভিযান চালিয়ে রাহিমার বাড়ির রান্নাঘরের ভেতর থেকে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার ও গৃহবধূ রাহিমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পৌরসভার দেওয়ানপাড়া মহল্লার গৃহবধূ রাহিমা আক্তার একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবৎ তিনি তার নিজ বাড়ির রান্নাঘরের ভেতরে গোপনে বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে এলাকার মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল। 

বিজ্ঞাপন

তারা আরও জানায়, রাহিমা যুব মহিলা লীগের সঙ্গে জড়িত। এ জন্য এতদিন স্থানীয়রা কিছু বলার সাহস পেত না।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission