পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি শামসুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) পাবনা জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দলীয় শৃংঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় সিদ্ধান্তের প্রতি কোনোরূপ সম্মান না দেখানোর কারণে গত ১০ জানুয়ারি বেড়া পৌর কাউন্সিল-’২৫ বাধাগ্রস্ত ও ভন্ডুল করার লক্ষ্যে কাউন্সিল স্থলের পাশে ভিপি শামসুর রহমান ও তার নেতাকর্মীসহ মারাত্মক অস্ত্র-শস্ত্র নিয়ে বিশৃঙ্খলতা সৃষ্টি করেন। দলীয় নেতৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন ও অশোভন আচরণ করেন। সে কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ভিপি শামসুর রহমানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে ভিপি শামসুর রহমান বলেন, আমাকে বিধিবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এমন কাজ করা হয়েছে। এ বিষয়ে আমি দলের ঊর্ধ্বতন নেতাদের অবগত করব।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ যারা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
আরটিভি/এআর