সিসি ক্যামেরায় মনিটরিং হবে ময়মনসিংহের ৩৬ থানার কার্যক্রম  

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৭:৪১ পিএম


সিসি ক্যামেরায় মনিটরিং হবে ময়মনসিংহের ৩৬ থানার কার্যক্রম  
ছবি : আরটিভি

ময়মনসিংহ রেঞ্জের পুলিশকে পেশাদার, জনবান্ধন, কর্মক্ষম ও কর্মদক্ষ পুলিশরূপে গড়ে তোলার লক্ষ্যে অত্যাধুনিক রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিআইজি বলেন, এখানে মিডিয়া সেন্টার, অপস্ মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট, রেঞ্জ কন্ট্রোল ইউনিট স্থাপন করা হয়েছে। এগুলোর মাধ্যমে ৪ জেলা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন পৌর এলাকা, গুরুত্বপূর্ণ হাটবাজার সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হবে। এছাড়াও পুলিশের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ৩৬টি থানায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভেহিক্যাল ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে অপারেশনের কাজে ব্যবহৃত সকল যানবাহনে জিপিএস সংযুক্ত করে ঐ সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করা হবে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম আরও স্বচ্ছতা ও নিখুঁতভাবে মনিটরিং এবং রেঞ্জের ৪৬৬টি বিট অফিসারদের তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় উপস্থিতি মনিটরিং করা হচ্ছে। এতে করে সেবাপ্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।

ডিআইজি বলেন, পুলিশি সেবাকে সহজীকরণ ও স্বল্প সময়ে জনগণের মাঝে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিংকডইন চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি পুলিশ বার্তা নামে পুলিশ বুলেটিন, অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়েজ আহমেদ, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজেমেন্ট) মোহাম্মদ নুরে আলমসহ রেঞ্জে কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission