সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেন এর ছেলে জমির হোসন (৩৩)। আহতরা হলেন—একই গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।
নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জেলার জগন্নাথপুর উপজেলার ইউসবপুরে একটি উরস মাহফিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট-সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সিএনজির চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মারা যান। গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরটিভি/এএএ