নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রকাশ্যে মিজানুর রহমান (৩৯) নামে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মিজানুর রহমান উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েক যুবকের সঙ্গে মিজানের বিরোধ দেখা দেয়। এ নিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জেরে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাচোরার বাড়ির সামনে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা প্রকাশ্যে তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল জানান, মিজান আমার সঙ্গে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছেন আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমার কিছু জানা নেই।
ওসি মোরশেদ আলম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
আরটিভি/এএএ-টি