চাঁদপুরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৪১ পিএম


চাঁদপুরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক
সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নাজমুল মোল্লা। ছবি: আরটিভি

চাঁদপুরের মতলব উত্তরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও ডাকাতির সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নাজমুল মোল্লাকে (২১) আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার বেলতলি লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ডাকাত সদস্য বরিশাল জেলার আগৈলঝাড়া থানার গৈলা এলাকার খোরশেদ মোল্লার ছেলে।

সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে জানা গেছে, লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শট গানের ছয়টি কার্তুজ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা, ৬টি বুলেটপ্রুফ জ্যাকেট, ৮টি লাইফ জ্যাকেট, একটি গাঁজা মাপার মেশিন, ৪০ পিস কলকি, দুটি লাইট, ৪টি হেলমেট, একটি লেজার লাইট, একটি চাঁদা সংগ্রহের বই, ৪টি মোবাইল ফোন ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, সংঘবদ্ধ ডাকাত দলকে ধরতে দিনব্যাপী তাদের বিভিন্ন আস্থানায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য সংগ্রহ এবং মামলা দায়ের চলমান আছে। আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ছাড়াও একাধিক ডাকাত সদস্যের নামে মামলা দায়ের চলমান রয়েছে। আটক ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission