পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করলেন তরুণী

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২৩ এএম


পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করলেন তরুণী

টেকনাফ থেকে পায়ে হেঁটে তেঁতুলিয়া ভ্রমণ করলেন তাহুরা সুলতানা নামে ২৫ বছরের এক তরুণী। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্টে এসে শেষ করেন ভ্রমণ। 

বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন এ ভ্রমণকন্যা।

বিজ্ঞাপন

তাহুরা সুলতানা চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের রশিদ আহমেদ ও তৈয়বা খাতুন দম্পতির মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট তিনি। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন তাহুরা।

জানা যায়, তাহুরা সুলতানা গত বছর ২৯ নভেম্বর সকাল ৬টায় টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন। ৫১ দিন হেঁটে তেঁতুলিয়ায় এসে শেষ করলেন ভ্রমণ। পাড়ি দিয়েছেন ১ হাজার ১ কিলোমিটার। একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে পথে পথে তাকে সঙ্গ দিয়েছেন পরিচিত-অপরিচিত অসংখ্য মানুষ।

এ বিষয়ে তাহুরা সুলতানা বলেন, ‘পরিবারে আমি সবার ছোট। আমি ছোটবেলা থেকেই ঘোরাঘুরি পছন্দ করি। চ্যালেঞ্জিং কোনো বিষয় গ্রহণ করতে আমার ভালো লাগে। এসব কারণেই হেঁটে দেশভ্রমণের সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করি। এ সময়ের হাঁটতে গিয়ে যেখানে বিরতি নিয়েছি সেখানে মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ায় আমি অভিভূত।’

বিজ্ঞাপন

বাংলাবান্ধা জিরোপয়েন্টের জিরোফলকে পৌঁছে তাহুরা বলেন, ‘১ হাজার কিলোমিটার মাইলফলক শেষ হলো। তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্টে এসে। আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই বিজিবিকে। আমি আসলে খুব দেরিতে চলে আসছি, এটা আমারই মিসটেক। কারণ আজকে শেষ করতে গিয়ে আমার সন্ধ্যা ৫টা বা ৬টা হয়ে যায়। সময় শেষ হয়ে যাওয়ার পরেও আমাকে এখানে আসতে দেওয়া হয়েছে। এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ ও ধন্যবাদ।’

এ সময় তার জার্নিতে যারাই তার পাশে ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহুরা। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission