আখ খেতে লুকিয়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল নাহিয়ান

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২০ পিএম


আখ খেতে লুকিয়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল নাহিয়ান
আবু দাউদ নাহিয়ান

সুনামগঞ্জ শহরের হাজী মকবুল হোসেন পুরকায়স্থ (এইচএমপি) উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবু দাউদ নাহিয়ানকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে তাকে অপহরণ করার চেষ্টা করা হয়। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী আবু দাউদ তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের নিজানুর রহমানের ছেলে। সে তার চাচা বিশ্বম্ভরপুরের দীগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক আবু সুফিয়ান টিপুর শহরের ষোলঘর এলাকার বাসায় থেকে লেখাপড়া করে। 

পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেল সোয়া ৫টার সময় শহরের একটি কোচিং সেন্টার থেকে কোচিং শেষে বাসায় ফিরে আবু দাউদ। এরপর খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। অপরিচিত দুজন লোক সন্ধ্যার সময় শহরের ব্যস্ততম এলাকা ষোলঘর পয়েন্ট থেকে তাকে অচেতন করে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। এরপর আর সে কিছুই বলতে পারেনি। এ দিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও নাহিয়ান বাসায় না ফেরায় তার চাচা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। নাহিয়ান নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সময় সাধারণ ডায়েরি (জিডি) করতে সদর থানায় উপস্থিত হন তার চাচা আবু সুফিয়ান টিপু।

বিজ্ঞাপন

যদিও ভুক্তভোগী নাহিয়ান জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে অপহরণকারীদের সিএনজিটি হঠাৎ করে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর-মুজিব বাজার এলাকায় একটি রাস্তার পাশে থামানো হলে জ্ঞান ফিরে তার। সে দেখতে পায় সিএনজিতে থাকা এক অপহরণকারী ঘুমিয়ে রয়েছে। অন্য অপহরণকারী প্রস্রাব করার জন্য গাড়ি থেকে নেমে গেছে এবং চালক মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। এই ফাঁকে অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে গাড়ি থেকে নেমে পাশের একটি আখ খেতে লুকিয়ে পড়ে সে। নাহিয়ানকে গাড়িতে না পেয়ে আশপাশে টর্চের আলো ফেলে তাকে কিছু সময় খোঁজাখুঁজি করে অপহরণকারীরা। কিন্তু নাহিয়ান আখ খেতের ভেতরে থাকায় অপহরণকারীরা তাকে দেখতে পায়নি। বিষয়টি জানাজানি হলে ধরা পড়ার ভয়ে অপহরণকারীরা সেখান থেকে চলে যায়। পরে সে মাইকের শব্দ শুনে অনেক জায়গা দৌড়ে মুজিব বাজারে ওয়াজ মাহফিলে পৌঁছে স্থানীয়দের কাছে ঘটনাটি জানায়। পরে স্থানীয় লোকজন তার চাচাকে ফোন করে তার অবস্থান জানান।  

নাহিয়ানের চাচা প্রভাষক আবু সুফিয়ান টিপু বলেন, ‘নাহিয়ান বাসা থেকে খেলতে বের হয়েছিল। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ায় তাকে কোথাও না পেয়ে থানায় জিডি করতে যাই। রাত পৌনে ১০টার সময় হঠাৎ করে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। সেখানকার স্থানীয়রা মুজিব বাজারের পাশে নাহিয়ান আছে বলে জানান। এরপর তাকে নিয়ে আসি। তার কথা অনুযায়ী সম্ভবত অপরহরণের আগ থেকেই তাকে অনুসরণ করা হচ্ছিল। ষোলঘর পয়েন্টে নাকে গন্ধ জাতীয় কিছু লাগিয়ে সিএনজিতে তোলার পরই সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে নাকি অনেক জায়গা হাটানো হয়। পরে অপহরণকারীদের গাড়িটি হঠাৎ করে রাস্তায় থামলে জ্ঞান ফিরে আসে নাহিয়ানের এবং কৌশলে গাড়ি থেকে নেমে আখ খেতে লুকিয়ে পড়ে। এরপর দৌড়ে মুজিব বাজারে ওয়াজ মাহফিলে গিয়ে স্থানীয়দের বিষয়টি জানায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর নাহিয়ান কিছুটা অসুস্থ বোধ করছে, হাত-পায়ে ও মাথায় ব্যথা করছে তার। আমাদের ধারণা, সম্ভবত নাহিয়ানকে সীমান্তের ওপারে পাচারের চেষ্টা করছিল অপহরণকারীরা। না হলে তাকে সীমান্ত এলাকার দিকে নিয়ে যাওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে না।’ 

বিজ্ঞাপন

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় নাহিয়ান নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার বিষয়ে আমাদের জানানোর পরপরই তার খোঁজ পেয়ে যান অভিভাবকরা এবং বিষয়টি আমাদেরও অবগত করেন। এই ঘটনায় থানায় কোনো জিডি হয়নি।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission