গোপালগঞ্জে কোটালীপাড়ায় মাছ শিকার করতে গিয়ে জেলে নিখোঁজ হয়েছেন। তার খুঁজে কাজ করছে মাদারীপুর ফায়ার স্টেশনের ডুবুরি দল। শনিবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে ওই জেলে নিখোঁজ হন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
নিখোঁজ বিপুল মন্ডল (৪৩) উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।
এ ব্যাপারে ফায়ার স্টেশনের লিডার লিয়াকত হোসেন বলেন, ‘জেলে বিপুল মন্ডলের খুঁজে ৫ সদস্যের একটি দল কোটালীপাড়ায় আসি। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা কাজ করে যাচ্ছি। রোববার মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত ওই জেলের সন্ধান মেলেনি।’
এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বিপুল মন্ডলকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে ওই স্থান থেকে অনেক দূরে গিয়ে তার মাছ ধরার নৌকায় ভেজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে তিনি ডুবে নিখোঁজ হন।’
আরটিভি/এমকে