উপদেষ্টাদের মাত্রাতিরিক্ত সুশীলগিরি মেনে নেওয়া হবে না: মামুনুল হক

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ   

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:১৩ এএম


উপদেষ্টাদের মাত্রাতিরিক্ত সুশীলগিরি মেনে নেওয়া হবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি। আপনাদের মাত্রাতিরিক্ত সুশীলগিরি মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী নগরীর মাদরাসা মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে তিনি বলেন, যদি আমাদেরকে করুনার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবিলা করেন। আমাদের মোকাবিলা করা এতো সহজ হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি এদেশে ইসলাম নিয়ে বাঁচবো। ইসলামের ঝান্ডা উঁচু করেই বাঁচবো। আমাদেরকে যদি ঘায়েল করার চেষ্টা করেন, মনে রাখবেন এদেশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার অধিকার নিয়ে বসবাস করি।

তসলিমা নাসরিন ও শেখ হাসিনার গোড়াপত্তন একই জায়গায় মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এদেশের দোসররা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ৭১ এর চেতনা ছিল মুক্তির চেতনা, ৭২ এর চেতনা ছিল গোলামির চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূল নীতি ছিল বিভাজন, ধ্বংসাত্মক ও গোলামি।

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশে আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে মাফ চেয়ে রাজনীতি করতে হবে।

এ সময় জুলাই বিপ্লবকে ছিনতাই করার চেষ্টা চলছেও বলে দাবি করেন মামুনুল হক। তিনি বলেন, বুকের রক্ত ঢেলে তার প্রতিবাদ করা হবে। ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে প্রতিবাদ করেছে। 

দেশের সকল রাজনৈতিক দলগুলোকে দেশবিরোধীদের মোকাবিলা করতে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, রাজশাহী বিভাগ, মহানগর ও জেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বক্তব্য নিয়েও সমালোচনা করেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission