বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই দ্রুত নির্বাচন দিন। জনগণের ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দিন। তাড়াতাড়ি নির্বাচন দিলেই জনগণ স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিলে দ্রব্যমূল্যসহ সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আর ফ্যাসিস্ট সরকাররে পেতাত্মারা এখন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সবাইকে সচেতন থাকতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন দলে ঢুকতে না পারে। এমন কোন কিছু করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়।
সুনামগঞ্জকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসলে সুনামগঞ্জের সকল সেক্টরে উন্নয়ন হবে। কারণ ফ্যাসিস্ট হটাতে সুনামগঞ্জবাসীর আন্দোলনে আমরা মুগ্ধ।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও সমাবেশে জেলা বিএনপি-উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরটিভি/এএএ