চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির (চিনিকল) চত্বরে ঝোপের মধ্যে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল স্কচটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান। সন্দেহজনক বস্তুটি দেখে তারা দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে দ্রুত খবর দেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, বস্তুটি কী হতে পারে, সেটি এখনই বলা সম্ভব নয়। তবে, র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব বলেন, টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি আসলে কী, বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর তা জানা যাবে।
আরটিভি/এসএইচএম/এস