ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

রূপসা নদীতে নৌকাডুবি, ১৩ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

আরটিভি নিউজ

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪১ এএম


loading/img

খুলনার রূপসা নদীতে হাবিব ফ্রোজেন ফুডস কোম্পানির ১৩ জনসহ যাত্রীবাহী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কোস্ট কার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রূপসা ঘাটে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বিসিজি স্টেশন রূপসায় নিয়ে আসে। 

তিনি আরও বলেন, বর্তমানে উদ্ধারকৃত যাত্রীরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। উদ্ধারকৃত যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |